Description
Civil Aviation Certificate assistant fee for travel agent. We provide onestop soluation of get your desire travel agency licence of our expert professional assistant. Call for more information +8801678569292
At glance of requirement of Civil aviation certificate achieve:
1. Affidavit
2. Bank Solvency 10 Lakh
3. BIN
4. TIN
5. NID
6. Photo
7. Signature
8. Challan
9. Police Clearance
10. Rent Deed & service charge slip
11. Trade Licence
12. Office image
13. Employee Details.
সেবার নাম:
ট্রাভেল এজেন্সী রেজিষ্ট্রেশন (৩ বছরের জন্য)
সেবা প্রদান পদ্ধতি
১। আগ্রহী ব্যক্তি/প্রতিষ্ঠান কর্তৃক ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত কোডে আবেদন ফি জমা দিয়ে ট্রেজারি চালানের কপি ও প্রয়োজনীয় কাপজপত্রসহ নির্ধারিত ফরমে মন্ত্রণালয়ে আবেদন দাখিল করা হলে তা ১৫ (পনের) দিনের মধ্যে পরীক্ষাপূর্বক সঠিকতা নির্ণয় করা,
২। সঠিক প্রতীয়মান হলে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ও ভ্যাট জমা প্রদানের জন্য ১৫ (পনের) দিনের মধ্যে দাবীপত্র জারি করা;
৩। ট্রেজারি চালানের মূলকপি প্রাপ্তির পর তা অন-লাইনে যাচাই করে নিশ্চিত হওয়া;
৪। নিশ্চিত হলে এজেন্সীর অনুকূলে ১৫ (পনের) দিনের মধ্যে রেজিষ্ট্রেশন সনদ জারি করা।
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
১। যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন;
২। অনলাইনে আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলঃ
(ক) আবেদন ফি জমার ট্রেজারি চালানের মূলকপি;
(খ) হালনাগাদ ট্রেডলাইসেন্সের সত্যায়িত অনুলিপি;
(গ) টিআইএন সনদ;
(ঘ) ব্যবসায়িক ঠিকানার সমর্থনে হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ/বাড়ি ভাড়ার চুক্তিপত্র ও ভাড়া পরিশোধের রশিদ;
(ঙ) লিমিটেড কোম্পানি/ অংশীদারী প্রতিষ্ঠান হলে সার্টিফিকেট অব ইনকর্পোরেশন-এর সত্যায়িত অনুলিপি, আর্টিকেল অব এসোসিয়েশন/অংশীদারী চুক্তি;
(চ) ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্টাম্পে হলফনামা;
(ছ) নূন্যতম ১০ (দশ) লক্ষ টাকা স্থিতির ব্যাংক সার্টিফিকেট;
(জ) পুলিশ ক্লিয়ারেন্স;
(ঝ) অফিসের ছবি
(ঞ) রেজিষ্ট্রেশন ফি ও ভ্যাট জমার ট্রেজারি চালানের মূল কপি।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
১। আবেদন ফি বাবদ ৫,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে;
২। রেজিষ্ট্রেশন ফি বাবদ ৫০,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ নং কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে; এবং ভ্যাট বাবদ-৭,৫০০/- টাকা ১-১১৩৩-০০১০-০৩১১ নং কোডে ট্রেজারি চালানমূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান।
সেবা প্রদানের সময়সীমা
৪৫ দিন
সেবার নাম
ট্রাভেল এজেন্সী নবায়ন (৩ বছরের জন্য)
সেবা প্রদান পদ্ধতি
১। নিবন্ধন সনদের মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ৬০ (ষাট) দিন পূর্বে আবেদন করতে হবে;
২। আবেদন প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে দাখিলকৃত কাগজপত্রের তথ্যাদি যাচাই করত সঠিকতা নিরূপণ করা;
৩। সঠিক প্রতীয়মান হলে সরকার নির্ধারিত নবায়ন ফি ও ভ্যাট জমা প্রদানের জন্য দাবীপত্র জারি করা;
৪। দাবীপত্র জারির ১৫ (পনের) দিনের মধ্যে নিবন্ধন নবায়ন ফি ও ভ্যাট প্রদানের ট্রেজারি চালানের মূলকপি দাখিল করতে হবে;
৫। অনলাইন ভেরিফিকেশনের মাধ্যমে ট্রেজারি চালানমূলে জমাকৃত ফি নিশ্চিত হলে এজেন্সীর অনুকূলে ১৫ (পনের) দিনের মধ্যে নবায়ন সনদ জারি।
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান
১। যথাযথভাবে পূরণকৃত নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন;
২। অনলাইনে আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দাখিলঃ
(ক) আবেদন ফি জমার ট্রেজারি চালানের মূল কপি;
(খ) হালনাগাদ ট্রেড লাইসেন্সের সত্যায়িত অনুলিপি;
(গ) হালনাগাদ আয়কর পরিশোধ প্রত্যয়নপত্রের সত্যায়িত অনুলিপি;
(ঘ) ব্যবসায়িক ঠিকানার সমর্থনে হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ/ ভাড়া পরিশোধের রশিদ;
(ঙ) লিমিটেড কোম্পানি হলে সিএ ফার্ম কর্তৃক নিরীক্ষিত পূর্ববতী তিন বছরের অডিট রিপোর্টের সত্যায়িত অনুলিপি;
(চ) ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত হলফনামা,
(ছ) বার্ষিক ন্যুনতম ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) (বিগত তিন বছরে ১ কোটি ৫০ লক্ষ) টাকার ব্যবসায়িক লেন-দেন সংক্রান্ত প্রমাণপত্র;
(জ) নিবন্ধন সনদের অনুলিপি;
(ঝ) নবায়ন ফি ও ভ্যাট জমার ট্রেজারি চালানের মূল কপি;
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি
১। আবেদন ফি বাবদ ৫,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে;
২। নবায়ন ফি বাবদ ২৫,০০০/- টাকা ১-৫৩০১-০০০১-১৮১৬ কোডে “বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সচিবালয়-সচিবালয় ফার্মস এন্ড কোম্পানীজ রেজিস্ট্রেশন ফিস”-এর অনুকূলে এবং ১৫% ভ্যাট বাবদ-৩,৭৫০/- টাকা ১-১১৩৩-০০১০-০৩১১ কোডে ট্রেজারি চালানমূলে বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকে জমা প্রদান।
সেবা প্রদানের সময়সীমা
৪৫ দিন